
সাধের ইচ্ছাঘুড়িটি,
আজ ল্যাম্পপোস্টে বদ্ধ
স্বাধীন হয়ে ইচ্ছেমতো
আকাশে উড়বে বলে,
ঘুড়িটি নাটাইয়ের সুতা ছিঁড়ে
স্বেচ্ছায় নিজেই চাইলো
বন্ধন ছেড়ে মুক্তির স্বাধীনতা।
কিন্তু বিধিবাম!
মনের সুখে উড়তে উড়তে
হঠাৎ ল্যাম্পপোস্টের খুঁটিতে,
আটকে গেল ঘুড়িটি;
রুদ্ধ হল স্বাধীনতা।
ল্যাম্পপোস্টের খুঁটিতে বদ্ধ হয়ে
বারবার মনে পড়ে নাটাইয়ের স্মৃতি।
আজ ঘুড়িটিকে দেখার কেউ নেই,
পূর্বে তাকে নিয়ন্ত্রণে ছিল নাটাই
নাটাইকে নিয়ন্ত্রণে ছিল একটি শিশু।
ঘুড়িটি মন থেকে চাইলো
আবার নাটাইকে কাছে পেতে।
পূর্বের হাসিকান্না জড়ানো দিনগুলো
হাতছানি দিয়ে ডাক দিল স্মৃতিতে।
নাটাইটি আজ অনেক দূরে।
ঘুড়িটি উপলব্ধি করলো,
নিয়ন্ত্রণহীন স্বাধীনতা থেকে
নিয়ন্ত্রিত আকাশের
স্বাধীনতাই মঙ্গলময় ছিল।
স্বাধীন হতে গিয়ে হারিয়ে গেছে
নাটাইয়ের ঠিকানা।
শতচেষ্টায় খুঁজে পেল না
সেই ঠিকানা আজ ঘুড়িটি।
ল্যাম্পপোস্টের খুঁটিতে আবদ্ধ হয়ে,
প্রতিনিয়ত শীতগ্রীষ্ম বৃষ্টিতে
ঝরে পড়ে অসহায় ঘুড়িটির
স্বাধের রং, স্বাধের অভিমান
ঘুড়িটি আজও প্যাঁচ প্যাঁচ শব্দে
আপ্রাণ মুক্তির পথ খোঁজে,
আরও আরও উড়তে চায় সে
যেতে চায় অনন্ত সীমাহীন আকাশে।
কুশল বরণ চক্রবর্ত্তী