আজি দখিনদুয়ার খোলা
খুব একটা ভাল নই,
একথা আমি জানি;
ভাল-মন্দ মিশ্রিত রক্ত মাংসের
সচল একটি পিণ্ড আমি।
জীবনে অনেক ভাল হতে চেয়েছিলাম
প্রচণ্ড ভালবাসা পেতে চেয়েছিলাম,
দিগন্তবিস্তৃত ভালবাসতে চেয়েছিলাম।
কিন্তু সত্যি বলতে কি,
যে যোগ্যতা প্রয়োজন ভালবাসতে
তা হয়ত আমার সাধ্যে নেই,
ভাগ্যেও নেই।
তবুও আজি,
দখিনদুয়ার খুলে দিলাম
তোমার প্রতিক্ষায়;
ওগো প্রাণময় বন্ধু আমার,
জানিনা কবে ভিড়বে এ নাও
তোমার, শুধুই তোমার ঠিকানায়।
কুশল বরণ চক্রবর্ত্তী