বাজাও তালি
ওয়াও! ওয়াও! ওয়াও!
বাজাও তালি, বাজাও তালি
মুখে মেখে জুতার কালি;
অসাম্প্রদায়িক আমরা ভারি।
ধর্মানুভুতির সুযোগ নিয়ে
সংখ্যালঘুর মন্দির, বসতে
ছলেবলে হামলা করে
অসভ্যের মত সর্বস্ব কাড়ি।
ওয়াও! ওয়াও! ওয়াও!
বাজাও তালি, বাজাও তালি
মনে মুখে যোজন যোজন
দূরত্ব রেখে অসাম্প্রদায়িক
লম্বা লম্বা লেকচার মারি।
সুশীল সুশীল ভাব নিয়ে
প্রগতিশীলতার ছদ্মবেশে,
ঘোমটার নিচে সুযোগ পেলেই
নির্লজ্জ খেমটা নাচি।
সংখ্যালঘুর মারনযন্ত্র
ধর্মীয় অনুভূতিতে আঘাত,
সাথে আছে রাজনৈতিক অনুভূতি,
নেতানুভূতি,পাতি-নেতানুভূতি।
বাহ্ বাহ্ বাহ্! বড়ই সৌন্দর্য!
বাজাও তালি, বাজাও তালি
জোরসে বাজাও তালি!
শুনি, এদিনগুলো দেখার জন্যে
কি মুক্তিযুদ্ধে লাখো শহীদ;
লাখো মা-বোনের আত্মত্যাগ?
নৃশংস, বৈষম্যের এমন
ভয়াবহ দিনগুলো দেখতে হবে
কেউ ভাবেনি মুক্তিযুদ্ধের কালে;
রাষ্ট্রযন্ত্র ঘুরে যাচ্ছে
এক অদ্ভুত আঁধারের,
অন্ধকারময় উল্টোরথে।
সহকারী অধ্যাপক,সংস্কৃত বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ।