ধর্ম নির্ণয়ে বেদই একমাত্র প্রমাণ; পুরাণ এবং স্মৃতি সহায়ক মাত্র

বর্তমানে সনাতন ধর্মাবলম্বী কিছু ব্যক্তি প্রধান ধর্মগ্রন্থ বেদকে পাশ কাটিয়ে শুধু পৌরাণিক গ্রন্থ অথবা বিভিন্ন বাবাগুরুদের লেখা ছড়ার বই, গ...

বড়দার মৃত্যুবার্ষিকী (শ্রী শ্রী বিদ্যুৎ চক্রবর্ত্তী)।

টেনিস খেলাই ছিল আমার বড়দার ধ্যান-জ্ঞান।ভাগ্যের কি নির্মম পরিহাস, টেনিস খেলতে খেলতেই টেনিস কোটের মধ্যেই মৃত্যুবরণ করলেন বড়দা শ্রীবিদ্যুৎ চক্রবর্ত্তী। ২০১৮ সালের ৯ আগস্ট, সন্ধ্যা ৬.৩০ মিনিটে মাদারীপুর জেলা পুলিশ সুপারের সাথে টেনিস খেলা অবস্থায় অকস্মাৎ ঘটে দুর্ঘটনাটি। মৃত্যুকালে বড়দার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। আজও বাড়ির বিভিন্ন বিষয়ে মনে পরে বড়দাকে। আমাদের ঠাকুরবাড়ির সবচেয়ে প্রাণচাঞ্চল্যময় এবং সর্বদা সকলের অহৈতুকী হিতাকাঙ্ক্ষী ছিলেন বড়দা।ফরিদপুর, বরিশাল অঞ্চলের সর্বশ্রেষ্ঠ টেনিস ট্রেইনার (কোচ) ছিলেন, বড়দা।সময় কিভাবে দ্রুত চলে যায় ভাবা যায় না। মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গানটি: "নয়নসমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই" বড়দা ছিলেন খ্যাতিমান টেনিস কোচ ও চেয়ার আম্পায়ার, টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলোয়াড়, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ব্যাডমিন্টন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য, দীর্ঘ ১৫ বছর তরুণ সংঘের সাধারণ সম্পাদক, ক্রিকেট ক্লিনিকের সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং সর্বোপরি সমাজহিতৈষী। আজও আমাদের জীবনে বড়দার অভাব অপূরণীয়।
টেনিস খেলাই ছিল আমার বড়দার ধ্যান-জ্ঞান।ভাগ্যের কি নির্মম পরিহাস, টেনিস খেলতে খেলতেই টেনিস কোটের মধ্যেই মৃত্যুবরণ করলেন বড়দা শ্রীবিদ্যুৎ চক্রবর্ত্তী। ২০১৮ সালের ৯ আগস্ট, সন্ধ্যা ৬.৩০ মিনিটে মাদারীপুর জেলা পুলিশ সুপারের সাথে টেনিস খেলা অবস্থায় অকস্মাৎ ঘটে দুর্ঘটনাটি। মৃত্যুকালে বড়দার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। আজও বাড়ির বিভিন্ন বিষয়ে মনে পরে বড়দাকে। আমাদের ঠাকুরবাড়ির সবচেয়ে প্রাণচাঞ্চল্যময় এবং সর্বদা সকলের অহৈতুকী হিতাকাঙ্ক্ষী ছিলেন বড়দা।ফরিদপুর, বরিশাল অঞ্চলের সর্বশ্রেষ্ঠ টেনিস ট্রেইনার (কোচ) ছিলেন, বড়দা।সময় কিভাবে দ্রুত চলে যায় ভাবা যায় না। মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গানটি:
"নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই"
বড়দা ছিলেন খ্যাতিমান টেনিস কোচ ও চেয়ার আম্পায়ার, টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলোয়াড়, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ব্যাডমিন্টন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য, দীর্ঘ ১৫ বছর তরুণ সংঘের সাধারণ সম্পাদক, ক্রিকেট ক্লিনিকের সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং সর্বোপরি সমাজহিতৈষী। আজও আমাদের জীবনে বড়দার অভাব অপূরণীয়।
মন্তব্যগুলো দেখুনমন্তব্যগুলো লুকান🙁